ব্যাঙ্কের কাজ, কোনও বিনিয়োগ বা সম্পত্তি-কেনাবেচা- সবজায়গায় এখন প্রয়োজন হয় PAN Card

আধারের সঙ্গে লিঙ্ক না করানোয় অথবা অন্য কোনও কারণে প্যান ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সমস্যা বাড়বে। সেক্ষেত্রে কী করণীয়?

অ্যাক্টিভেট করাতে গেলে নির্দিষ্ট আর্থিক পেনাল্টি দিতে হবে।

income tax-এর ওয়েবসাইটে গিয়ে e-Pay Tax-এর আধার-প্যান লিঙ্ক আবেদন করতে হবে।

এবার PAN-এর তথ্য দিয়ে CHALLAN NO./ITNS 280 নিয়ে আধার-প্যান লিঙ্ক তথ্য দিতে হবে

এবার পেমেন্ট করতে হবে, ঠিকমতো পদ্ধতি মেনে সিঙ্গল চালানের মাধ্যমে পেনাল্টি দিতে হবে।

কোন মোডে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে।

এবার PAN তথ্য, অ্যাসেসেমেন্টের বছর এবং ঠিকানা দিতে হবে।

এরপর ক্যাপচা কোড দিয়ে Proceed ট্যাব ক্লিক করতে হবে।

আবেদন করার পর মোটামুটি মাসখানেকের মতো সময় লাগবে প্যান নতুন করে অপারেটিভ হতে।

Thanks for Reading. UP NEXT

EPFO অ্যাকাউন্টে কত টাকা জমেছে, কীভাবে দেখবেন?

View next story