সবার আগে ফিনান্সিয়াল গোল বা লক্ষ্যমাত্রা ঠিক করে নেওয়া প্রয়োজন। আপনার আয়ের কত অংশ আপনি সঞ্চয় করতে চাইছেন এবং কতটা পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছেন, সেটা আগে থেকেই ঠিক করে নিতে হবে। মাসে আপনি কত টাকা আয় করছেন, তার মধ্যে থেকে সংসারের জন্য কতটা খরচ হচ্ছে, সেগুলো দেখে নেওয়ার পর ঠিক করুন যে আপনি কতটা পরিমাণ টাকা জমাতে চান। টাকার পরিমাণ বাড়ানোর জন্য শুধু অর্থ উপার্জন করলেই চলবে না। সাশ্রয় করাও শিখতে হবে। কীভাবে অর্থ সঞ্চয় করবেন তার সঙ্গে সঙ্গে পারদর্শী হতে হবে অর্থ বিনিয়োগের ব্যাপারেও। কারণ সঠিক পথে আর্থিক বিনিয়োগের মাধ্যমেই আপনার টাকার পরিমাণ বাড়বে। যদি আপনি প্রথমবার আর্থিক বিনিয়োগ করতে যাচ্ছেন এমন হয়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কীভাবে কতটা পরিমাণ টাকা বিনিয়োগ করলে কী পরিমাণ লাভ পাবেন আপনি। প্রতি মাসে নিজের আয়ের কিছুটা অংশ সঞ্চয়ের চেষ্টা করা উচিত সকলেরই। আর্থিক বিনিয়োগের ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন। মাসে কত খরচ করছেন সেই হিসেব অনেকেই লিখে রাখেন। এই অভ্যাস বেশ ভাল। আয়-ব্যয়ের বিষয়ে স্পষ্ট জ্ঞান থাকে। অনেকেরই ধার করার প্রবণতা থাকে। এই অভ্যাস ত্যাগ না করলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না।