অনলাইন প্রতারণার কবলে পড়লে যে কোনও সাইবার সেলে অভিযোগ করা যাবে। কিন্তু তার আগে কয়েকটা পদক্ষেপ করে নেওয়াই শ্রেয়।

অনলাইনে প্রতারণার ফাঁদে অর্থ খোওয়ালে প্রথমেই নির্দিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করাতে হবে।

যে অ্যাকাউন্ট অনলাইন ফ্রডের কবলে পড়েছে তার গত কয়েকমাসের স্টেটমেন্ট। সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। সঙ্গে লাগবে আপনার পরিচয়পত্র।

অনলাইন প্রতারণার ক্ষেত্রে যে কোনও সাইবার সেলে অভিযোগ দায়ের করা যায়। অনলাইনে বা অফলাইনে।

https://cybercrime.gov.in/ ওয়েবসাইটে গিয়ে করা যাবে অভিযোগ।

অভিযোগ জানানোর হটলাইন নম্বর 155260। যে কোনও কাজের দিন সকাল ৯ টা থেকে সন্ধে ৬ টার মধ্যে করা যাবে ফোন।

অনলাইনে অভিযোগ জানানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে আপনার কাছের থানায় গিয়েও অভিযোগ করা যাবে।

ই-মেল আইডি, ফোন নম্বর ও ঠিকানা যেন স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ থাকে অভিযোগপত্রে।

অনলাইন প্রতারণার কবলে পড়ার ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করতে হয়।

অনলাইন প্রতারণা এড়ানোর সবথেকে সহজ ও কার্যকরী উপায় সতর্ক থাকা। সন্দেহ জাগে এমন কোনও লিঙ্ক, ওয়েবসাইট বা শর্ট ইউআরএলে ক্লিক করবেন না।