স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অমৃত কলশ

সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য SBI অমৃত কলশ স্কিমে যথাক্রমে 7.1 শতাংশ ও 7.6 শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

এই বিশেষ ফিক্সড ডিপোজিটের মেয়াদ 400 দিন।

এসবিআই এই এফডি স্কিমটি 12 এপ্রিল 2023-এ চালু করেছে৷ স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ 15 আগস্ট ছিল৷

এখনও বিনিয়োগের সময়সীমা বৃদ্ধির কোনও নোটিস দেয়নি ব্যাঙ্ক

400 দিনের নির্দিষ্ট মেয়াদের স্কিমে 7.10% সুদ রেখেছিল ব্যাঙ্ক ।

সেখানে সিনিয়র সিটিজেনরা 7.60% সুদ পাবেন।

স্কিমের মধ্যে মেয়াদপূর্তির আগেই প্রত্যাহার ও ঋণের সুবিধা রয়েছে।

এমনিতেই স্টেট ব্যাঙ্কের ওপর আস্থা রাখে দেশের মানুষ

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ায় SBI থেকে টাকা হারানোর ঝুঁকি নেই।