Image Source: Pexels, Pixabay

কাজের জন্য বা অবসর সময়ে, হাতে ফোন থাকা এখন স্বাভাবিক ব্যাপার। কাজকর্ম থেকে বিনোদন সবই এখন বন্দি মুঠোফোনে।

Image Source: Pexels, Pixabay

নিজের মুঠোফোন যাতে দীর্ঘদিন কার্যকরী থাকে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তার জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়।

Image Source: Pexels, Pixabay

মোবাইল সেট এবং প্রতিদিন ব্যবহার করা হয় এমন বৈদ্যুতিন গ্যাজেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।

Image Source: Pexels, Pixabay

পরিষ্কার করতে একেবারেই জল ছোঁবেন না। অ্যালকোহল-বেসড তরলই প্রয়োজন মোবাইল সেট পরিষ্কারের জন্য়।

Image Source: Pexels, Pixabay

অ্যালকোহল-বেসড ওয়াইপ বা স্প্রে ব্যবহার করুন। ৭০ শতাংশ অ্যালকোহল দ্রবণ ব্যবহার করা আদর্শ।

Image Source: Pexels, Pixabay

ফোনের কভার, কেস, ফোনের টাচস্ক্রিন -এগুলির দিকে বেশি করে নজর দিন। পারলে প্রতিদিন বাড়ি ফিরে এগুলি পরিষ্কার করে ফেলুন।

Image Source: Pexels, Pixabay

ফোনে সেটে সরাসরি স্যানিটাইজার স্প্রে করবেন না। চার্জিং পয়েন্ট, হেডফোন জ্যাকের পয়েন্টে যেন তরল না ঢোকে।

Image Source: Pexels, Pixabay

নরম সুতির কাপড়ে স্যানিটাইজার ঢেলে তা দিয়ে পরিষ্কার করুন।

Image Source: Pexels, Pixabay

ব্লিচ বা কাপড় কাচার সাবান কোনওভাবেই ব্যবহার করা চলবে না। তাতে ফোনের ক্ষতি হবে। বিশেষ করে ফোনের সার্কিট এবং স্ক্রিনের ক্ষতি হয়।

Thanks for Reading. UP NEXT

লাগাম দিন নিজেই

View next story