স্নানের আগে নাভিতে ঘি ব্যবহার দেওয়া বহু পুরনো রীতি, এতে ত্বক, হজমশক্তি এবং সামগ্রিকভাবে সুস্থ থাকা যায় 

Published by: ABP Ananda

ঘি-তে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বক ময়শ্চারাইজ করে, বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক এবং স্পর্শকাতর তাঁদের ক্ষেত্রে বেশি উপকারী

Published by: ABP Ananda

এতে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান, যা ত্বকের অস্বস্তি কমাতে সাহায্য করে, একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা থাকলে আরও উপকারী হবে 

Published by: ABP Ananda

মনে করা হয় নাভি হজমের সঙ্গে সম্পর্কযুক্ত, নাভিতে ঘি লাগালে হজম ক্ষমতা বাড়তে পারে

Published by: ABP Ananda

পুষ্টি শোষণে সহজ হয় এই পদ্ধতিতে, পাশাপাশি পেট ফাঁপা কমতে পারে এই পদ্ধতিতে 

Published by: ABP Ananda

ঘি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বকের রঙ উন্নত করতে পারে

Published by: ABP Ananda

ত্বকের দাগছোপ কমতে পারে এই পদ্ধতিতে, এর ফলে ত্বক  উজ্জ্বল হতে পারে

Published by: ABP Ananda

নাভিতে স্নানের আগে ঘি দিয়ে মাসাজ করলে শান্ত এবং আরামদায়ক বোধ হয়, এর ফলে মানসিক উদ্বেগও কমে

Published by: ABP Ananda

তবে সংক্রমণ এড়াতে ঘি দেওয়ার আগে নাভি অবশ্যই পরিষ্কার করতে হবে, অ্যালার্জি আশঙ্কা রয়েছে কিনা তাও দেখতে হবে 

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda