স্নানের আগে নাভিতে ঘি ব্যবহার দেওয়া বহু পুরনো রীতি, এতে ত্বক, হজমশক্তি এবং সামগ্রিকভাবে সুস্থ থাকা যায় 
abp live

স্নানের আগে নাভিতে ঘি ব্যবহার দেওয়া বহু পুরনো রীতি, এতে ত্বক, হজমশক্তি এবং সামগ্রিকভাবে সুস্থ থাকা যায় 

Published by: ABP Ananda
ঘি-তে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বক ময়শ্চারাইজ করে, বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক এবং স্পর্শকাতর তাঁদের ক্ষেত্রে বেশি উপকারী
abp live

ঘি-তে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বক ময়শ্চারাইজ করে, বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক এবং স্পর্শকাতর তাঁদের ক্ষেত্রে বেশি উপকারী

Published by: ABP Ananda
এতে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান, যা ত্বকের অস্বস্তি কমাতে সাহায্য করে, একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা থাকলে আরও উপকারী হবে 
abp live

এতে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান, যা ত্বকের অস্বস্তি কমাতে সাহায্য করে, একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা থাকলে আরও উপকারী হবে 

Published by: ABP Ananda
মনে করা হয় নাভি হজমের সঙ্গে সম্পর্কযুক্ত, নাভিতে ঘি লাগালে হজম ক্ষমতা বাড়তে পারে
abp live

মনে করা হয় নাভি হজমের সঙ্গে সম্পর্কযুক্ত, নাভিতে ঘি লাগালে হজম ক্ষমতা বাড়তে পারে

Published by: ABP Ananda
abp live

পুষ্টি শোষণে সহজ হয় এই পদ্ধতিতে, পাশাপাশি পেট ফাঁপা কমতে পারে এই পদ্ধতিতে 

Published by: ABP Ananda
abp live

ঘি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বকের রঙ উন্নত করতে পারে

Published by: ABP Ananda
abp live

ত্বকের দাগছোপ কমতে পারে এই পদ্ধতিতে, এর ফলে ত্বক  উজ্জ্বল হতে পারে

Published by: ABP Ananda
abp live

নাভিতে স্নানের আগে ঘি দিয়ে মাসাজ করলে শান্ত এবং আরামদায়ক বোধ হয়, এর ফলে মানসিক উদ্বেগও কমে

Published by: ABP Ananda
abp live

তবে সংক্রমণ এড়াতে ঘি দেওয়ার আগে নাভি অবশ্যই পরিষ্কার করতে হবে, অ্যালার্জি আশঙ্কা রয়েছে কিনা তাও দেখতে হবে 

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda