সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম ইন্ডিয়া তারকার সঙ্গে দিশার চোখাচুখির ভিডিও

Published by: ABP Ananda

নিজের রূপে, গুণে প্রায়শই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ফের একবার তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে।

এবার দিশাকে এক ভারতীয় তারকা ক্রিকেটারের সঙ্গে এক পার্টি থেকে বের হতে দেখায় তাঁকে নিয়ে জোর চর্চা।

কে সেই তারকা ক্রিকেটার? তিনি আর কেউ নন, ভারতীয় প্রাক্তনী শিখর ধবন।

এক ভাইরাল ভিডিওতে শিখর এবং দিশাকে এক পার্টি থেকে বেরতে দেখা গিয়েছে।

এক ভাইরাল ভিডিওতে শিখর এবং দিশাকে এক পার্টি থেকে বেরতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে শিখর এবং দিশাকে এক ঝলক একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতেও দেখা যায়।

শিখর এবং দিশা, দুইজনেই আপাতত সিঙ্গেল বলেই জানা যায়। সেই কারণেই সমর্থকরা আরও বেশি করে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন।

তবে শিখরের সঙ্গে সম্প্রতি এক আইরিশ মহিলার সম্পর্কের কথাও শোনা গিয়েছে। শোফি শাইন নামক সেই মহিলার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেননি শিখর।

সেই কারণেই দিশা এবং শিখরের এই একসঙ্গে পার্টি থেকে বের হওয়া কাকতালীয় এবং তার থেকে বেশি নয় বলেই ধরে নেওয়াই যায়।