গ্রীষ্ম, বর্ষা হোক শীত, কোনও সময়ই চুলের যত্নে অবহেলা নয়। চুলের ধরণ বুঝে ঋতু অনুযায়ী চুলের নেওয়া বাধ্যতামূলক। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।

বৃষ্টির জল থেকে চুল বাঁচাতে হবে।

বৃষ্টির জল নোংরা হয়। এতে অ্যাসিডও থাকে। যা থেকে ফাঙ্গাল বা ব্যাক্টেরিয়া ইনফেকশন হতে পারে। পাশাপাশি বৃষ্টির জলে চুল শুষ্ক হয়।

বর্ষাকালে চুলের রুক্ষতা এবং শুষ্কতা দূর করতে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে যা চুলকে সতেজ রাখে।

অতিরিক্ত তেলের ব্যবহার নয়।

স্ক্যাল্পে বেশি তেল ব্যবহার করলে রন্ধ্র বন্ধ হয়ে যায়। তাই বেশি তেল ব্যবহার নয়।

হেয়ার স্টাইলিং কিট ব্যবহার নয়।

চুলের ময়শ্চার টেনে নেয় হেয়ার স্টাইলিং কিট। তাই স্বাভাবিক নিয়মে চুল শুকিয়ে নেওয়াই ভাল।

প্রতিদিন চুল ধুতে হবে।

বর্ষায় ফাঙ্গাল বা ব্যাক্টেরিয়াল ইনফেকশন হয়ে থাকে। তাতে চুল পড়ার সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন চুল ধুতে হবে।