গরম দুধ খেলে হেঁচকি কমতে পারে । অথবা কনকনে ঠান্ডা দুধ খেলেও মিলতে পারে স্বস্তি।
ফ্রিজ থেকে বের করে ঢকঢক করে ঠাণ্ডা জল খান। হেঁচকি কমতে পারে।
হলুদ দুধ খেয়ে ঝট করে হেঁচকি কমতে পারে।
এক গ্লাস চলে এক চামচ হলুদে কামাল ঘটতে পারে।
এক মিনিট নিশ্বাস বন্ধ করে অপেক্ষা করুন। বন্ধ হতে পারে হেঁচকি।
মুখে খানিকটা চিনি নিয়ে অপেক্ষা করুন। হেঁচকি কমবে।
সোডা ওয়াটার খেয়ে হেণচকি উঠতে পারে।
দুই দিনের মধ্যে হেঁচকি চলে না গেলে ডাক্তারের থেকে পরামর্শ নিন।
লিভারের সমস্যা থেকেও হেঁচকি ওঠে অনেক সময়। তাই চিকিৎসকের পরামর্শ নিন।
বেশি করে জল খান, ঠান্ডা জল খেলে উপকৃত হবেন।