সন্তানের মনের কাছাকাছি পৌঁছতে কয়েকটি টিপস মাথায় রাখুন

আপনার পেরিন্টিং স্টাইলেও এ বার পরিবর্তন আনুন।

আপনার সন্তানের সমস্ত কথা খুব মন দিয়ে শুনুন।

সপ্তাহে অন্তত একটা দিন সময় বাঁচিয়ে রাখুন ফ্যামিলি মিটিং-এর জন্য।

সাম্প্রতিক ঘটনা সবসময়ে ওর থেকে আড়াল করার প্রয়োজন নেই।

কোনও কাজ করা নিয়ে আপনার সন্তানকে বারবার বলবেন না। অন্যথায় বেঁকে বসতে পারে আপনার সন্তান।

আপনি ওর 'বন্ধু স্থানীয়' হতে পারেন। তবে বন্ধু কখনই নয়।

ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা না করিয়ে বিভিন্নরকম শারীরিক খেলাধূলায় ওকে উৎসাহ দিন।

নির্দেশ নয়, অনুরোধ করুন। আপনার বাক্যচয়ন, শব্দচয়নে গুরুত্ব দিন।

আপনি আপনার সন্তানের সমস্যার সমাধান না করতে পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন