ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটো অ্যান্ড্রয়েড ডিভাইসে। অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি অন্য একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আপনি। দ্বিতীয় ডিভাইস বা সেকেন্ডারি ডিভাইসটি হতে পারে একটি অ্যান্ড্রয়েড ট্যাব। Android Authority সূত্রে খবর, বর্তমানে এই ফিচার কেবলমাত্র হোয়াটসঅ্যাপ বিটা টেস্টারদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রয়েছে। অনুমান, খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দু'টি অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করার জন্য আলাদা করে কোনও অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা নেই। ইউজাররা তাঁদের সেকেন্ডারি ডিভাইসে যে QR কোড দেখা যাবে তা স্ক্যান করতে পারবেন। স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমেই এই QR কোড স্ক্যান করা সম্ভব। যেভাবে ওয়েব হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সান চালু করার সময় QR কোড স্ক্যান করা হয়, একইভাবে এক্ষেত্রেও QR কোড স্ক্যান করা সম্ভব হবে।