হঠাৎ করে কোনও কাজ এসে গেলে ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে যায় ইদানিং প্রায় সব দূরপাল্লার ট্রেনেই বহু আগে থেকেই সব আসন বুক হয়ে যায়। হঠাৎ টিকিট পেতে ভরসা তৎকাল। তাতেও সবসময় টিকিট পাওয়া হয়ে ওঠে না। আচমকা কোথাও যেতে হবে, ট্রেনের খালি আসন সম্পর্কে জানা প্রয়োজন, কীভাবে পাবেন সেই তথ্য? IRCTC অ্যাপ ভরসা হতে পারে। অ্যাপ খুলে ট্রেন আইকনে ক্লিক করতে হবে। পাশেই রয়েছে Chart Vacancy-এর একটি ট্যাব। সেখানে ক্লিক করলেই একটি পেজ খুলে যাবে এরপর এক বক্সে ট্রেনের নাম বা ট্রেনের নম্বর, বোর্ডিং স্টেশনের নাম লিখুন এরপরেই স্ক্রিনে ট্রেনে খালি আসনের বিষয়ে তথ্য পাবেন। চার্ট তৈরি হওয়ার আগে রিজার্ভ করতে পারেন আপনার টিকিট ট্রেনের চার্ট তৈরি হয়ে গেলে পরে TTE-এর কাছ থেকে টিকিট কিনতে পারবেন