কীভাবে পাবেন Aadhaar Virtual ID? যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)

কীভাবে পাবেন Aadhaar Virtual ID? যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)

ABP Ananda
এখানে পাবেন Aadhaar Services, সেখানেই 'Virtual ID (VID) Generator' বেছে নিন

এখানে পাবেন Aadhaar Services, সেখানেই 'Virtual ID (VID) Generator' বেছে নিন

ABP Ananda
ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেই VID generator ক্লিক করা যায়

ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেই VID generator ক্লিক করা যায়

ABP Ananda
তারপর সেখানে Generate VID ক্লিক করতে হবে

তারপর সেখানে Generate VID ক্লিক করতে হবে

এবার আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে

ABP Ananda

সেই OTP দিলেই মিলবে ভার্চুয়াল আইডি। মেসেজ আসবে ফোনেও।

ভার্চুয়াল আইডি কোনও সংস্থা তাদের কাছে রাখতে পারে না। কারণ এই নম্বর বদলাতে পারে। এর থেকে আধার নম্বর পাওয়া যায় না।

ABP Ananda

ব্যবহারকারী ইচ্ছে করেলই এই VID বদলে ফেলতে পারেন। নির্দিষ্ট নিয়ম মেনে বারবার এই ভার্চুয়াল আইডি বদলে ফেলা যায়।