আধার তথ্য চুরির বিপদ থেকে বাঁচতে ভরসা হতে পারে মাস্কড আধার ১২ সংখ্যার যে আধার নম্বর হয়েছে, তারই প্রথম ৮ সংখ্যা গোপন থাকে এই আধারে। কীভাবে মাস্কড আধার পাবেন? প্রথমেই UIDAI- এর ওয়েবসাইট https://uidai.gov.in/ এখানে যেতে হবে এরপর সেখানে My Aadhaar সেকশনে পাবেন Download Aadhaar অপশন এখানে ক্লিক করলেই Aadhaar ডাউনলোড পেজে রিডিরেক্ট করা হবে এবার ১২ সংখ্যার আধার নম্বর অথবা ১৬ সংখ্যায় Virtual ID দিতে হবে। এবার এর সঙ্গে অন্য প্রয়োজনীয় তথ্য যেমন নাম, পিন কোড এবং সিকিউরিটি কোড দিতে হবে। এবার 'Select your preference' সেকশনে গিয়ে 'Masked Aadhaar' সিলেক্ট করতে হবে এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে, সেটা দিতে হবে সেটা দিলেই PDF ফরম্যাটে Masked Aadhaar ডাউনলোড হয়ে যাবে। যা পাসওয়ার্ড দিলে তবেই খোলা যাবে।