সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করলেন 'ডান্সিং ডিভা' মাধুরী দীক্ষিত। উজ্জ্বল সবুজ রঙের একটা কর্ড স্যুট পরেছিলেন তিনি।

অন্যান্য পোশাকের মতো এই পোশাকেও বেশ নজর কাড়ছিলেন তিনি। লম্বা হাতের শার্ট, ওয়েস্টকোট ও আলগা প্যান্টে দারুণ দেখাচ্ছিল তাঁকে।

গোটা লুকে ফিনিশিং টাচ দিয়েছিলেন একটা ঘড়ি, একটা ব্রেসলেট, কানের দুল পরে, সঙ্গে হালকা মেক-আপ। পায়ে ছিল সবুজ স্টিলেটো।

কিছুদিন আগেই গোয়া বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করছিলেন। কখনও সৈকতে তো কখনও খাবার হাতে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে রয়েছে তাঁর 'দ্য ফেম গেম'।

'ওর দুনিয়া অদ্ভুত ধরনের। ওর কাহিনিও অজানা। কিন্তু এবার ও দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে।' বলেন মাধুরী

মাধুরী দীক্ষিত ছাড়াও এতে দেখা গেছে সঞ্জয় কপূর, মানব কৌলস লক্ষবীর সরন, সুহাসিনী মুলে, মুসকান জাফরিকে।

বলিউডের অন্যতম জনপ্রিয়, সফল অভিনেত্রী। কেরিয়ার জুড়ে একাধিক হিট ছবি। অনুরাগীর সংখ্যাও নজরকাড়া। নেট দুনিয়ায় বেশ সক্রিয়।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই রিল পোস্ট করেন। কখনও 'পুষ্পা' ছবির গানে তো কখনও 'কাচা বাদাম' গানে। তাঁর নাচের জুড়ি মেলা ভার।

মাসখানেক আগে ৩০ বছর পূর্ণ করে মাধুরী ও অনিল কপূরের জনপ্রিয় ছবি 'বেটা'। স্মৃতিচারণ করে পোস্ট করেন অভিনেত্রী।