Image Source: Getty

ব্যাঙ্কের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গেই এটিএমে নোট ভরা হয়। তবুও কোনও কোনও সময় এটিএম থেকেও জালনোট পাওয়ার অভিযোগ ওঠে।

Image Source: Getty

সেক্ষেত্রে গ্রাহক কী করবেন? বেশ কিছু পদক্ষেপ সহজেই গ্রহণ করা যায়।

Image Source: Getty

এটিএম থেকে নোট পাওয়ার পর জাল মনে হলে এটিএমের সিসিটিভির ক্যামেরার সামনে তুলে ধরুন।

Image Source: Getty

প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার একদম সামনে নিয়ে নোটের দুই-দিকই ঘুরিয়ে-ফিরিয়ে দেখান।  

Image Source: Getty

এরপর এটিএমে নিরাপত্তারক্ষী থাকলে তাঁকে ডেকে বিষয়টি জানান।

Image Source: Getty

এর ফলে ওই মেশিন থেকেই যে জাল নোট বেরিয়েছে তার প্রমাণ ও সাক্ষী দুটোই থাকল, ব্যাঙ্কে দেওয়ার জন্য।

Image Source: Getty

এটিএমের রিসিপ্ট কপি বা মেসেজ সংরক্ষণ করে রাখুন।

Image Source: Getty

এরপর ওই নোট নিয়ে ব্য়াঙ্কে যান। সেখানে নির্দিষ্ট কিছু পদক্ষেপের পর  জাল নোট ফেরত নিয়ে আসল নোট দেওয়া হবে।

Image Source: Getty

ব্যাঙ্কে এটিএমের রিসিপ্ট কপি বা মেসেজ দেখালে কাজে সুবিধা হবে।

Image Source: Getty

RBI-এর নিয়ম অনুযায়ী, এটিএম থেকে জাল নোট বেরলে ওই ব্যাঙ্ক-কে যত দ্রুত সম্ভব গ্রাহককে আসল নোট দিতে হবে।