পেঁয়াজের তো অনেক গুণ, বিশেষ করে কাঁচা পেঁয়াজের। কিন্তু খেলেই এক সমস্যা ।



কাঁচা পেঁয়াজ খাবার পর মুখের গন্ধ দূর হতে চায় না কিছুতেই। এমনকী ব্রাশ করার পরেও।



তেমনই ঘামেও দুর্গন্ধ তৈরি হয় বেশি পেঁয়াজ রসুন খেলে। তাবলে কী কাঁচা পেঁয়াজ খাবেন না ?



বিশেষ করে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর কোনও মিটিংয়ে কথা বলা বা ঘনিষ্ঠভাবে কথা বললে তো খুবই সমস্যা ।



মুখের গন্ধ তাড়াতে সহায়ক হতে পারে এক টুকরো পাতিলেবু বা তার রস। গন্ধরাজ লেবুর পাতাও চিবিয়ে খেতে পারেন।



কমলা লেবুর খোসা চিবিয়ে নিলে গন্ধ চলে যায় ।



লেবুর খোসা দাঁতে ঘষে নিলেও বেশ উপকার। দুর্গন্ধ দূর হবে।



ঘন দুধ, সর পড়াদুধ খেতে পারেন। দুর্গন্ধ দূর হয়।



পিপারমিন্ট দেওয়া মাউথওয়াশ ব্যবহার করতে পারেন।



পুদিনা পাতাও চিবিয়ে খেতে পারেন। মুখের গন্ধ অনেকটাই দূর হবে।