অন্যের উপর ছড়ি ঘোরানো স্বভাব হয় কিছু মানুষের
অধিকার বোধ থেকে কর্তৃত্ব ফলান সারাক্ষণ
গোড়াতেই এমন মানুষকে চিনে নেওয়া প্রয়োজন
সারাক্ষণ অন্যের ভুল ধরার অভ্যাস এঁদের
সবকিছু নিজের মর্জিতে চালাতে চান, মানিয়ে নেন না
অতিরিক্ত আত্মবিশ্বাস, বিশ্বাস করেন না কাউকে
ঝগড়া এবং তর্কে জেতাই লক্ষ্য হয়
তাঁর মর্জি মানতে বাধ্য করেন বাকিদের
ক্ষণে ক্ষণে মেজাজ বিগড়ে যায় এঁদের
নিজের দোষ বা ব্যর্থতা মানতে চান না একেবারে