বর্তমানে যেকোনও সময় আপনার মোবাইলে ঢুকে যেতে পারে ভাইরাস। সব সময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকায় আমাদের ডিভাইসকে সহজেই প্রভাবিত করছে ভাইরাস।

ABP Ananda

তাই মোবাইলে ভাইরাস ঢুকেছে কিনা তা জানা অত্যন্ত জরুরি। অন্যথায় অজান্তেই আপনার ফোনের গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

ABP Ananda

আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি এই ভাইরাস বা ম্যালওয়্যারের জন্য ঝুঁকিপূর্ণ।

ABP Ananda

আপনার ফোন ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা জানার কোনও সহজ উপায় নেই। সেই ক্ষেত্রে ম্যালওয়্যার বার বার একই ধরনের কাজ করলে বুঝতে হবে ভাইরাস ঢুকেছে।

ABP Ananda

প্রথমেই আপনার ফোনে প্রচুর ইন্টারনেটের ডেটা খরচ করাবে ভাইরাস। বার বার স্বাভাবিকের থেকে প্রচুর ডেটা প্যাক খরচ হলে বুঝে যাবেন মোবাইল ভাইরাস ঢুকেছে।

ABP Ananda

আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হলে বুঝবেন ফোন ভাইরাসে আক্রান্ত। তাই বার বার ব্যাটারি চার্জ করতে হচ্ছে।

অনেক ফোনে সন্দেহজনক বিজ্ঞাপন আসা শুরু হয়ে যাবে। বার বার এই ধরনের বিজ্ঞাপন আপনার কাজে বাধা দেবে।

অনেক সময় নতুন ফোনের স্ক্রিনে অদ্ভুত চেহারা হয়ে যাবে। স্মার্টফোনের এই লক্ষণ বুঝিয়ে দেবে ডিভাইসে ভাইরাস ঢুকেছে।

হোম স্ক্রিন বার বার বদলে যাবে। আপনি ফোনের স্বাভাবিক গতি আর পাবেন না। ফোন হ্যাং হতে শুরু করবে।

এই লক্ষণ দেখলেই আসল অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার নিন। যা টানা অ্যাপ্লিকেশন ও সফ্টওয়্যার স্ক্যান করবে সেরকমই অ্যান্টি-ভাইরাস নিন ।