আগামী ২৭ জুন দেশের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। কোম্পানির সৌজন্যে ইতিমধ্যেই আমরা গাড়ির বাইরের ছবি দেখতে পেয়েছি।

ABP Ananda

দেখে নিন ভিতরে কী থাকছে মহিন্দ্রা স্করপিওর। ফাঁস হয়েছে সেই ছবি।

ABP Ananda

সম্প্রতি গাড়ির অভ্যন্তরের কিছু ছবি ফাঁস হয়েছে। যা দেখে আপনি বুঝে যাবেন, নতুন স্করপিও এন-এ কী আশা করা যেতে পারে।

ABP Ananda

একবার কেবিনের ডিজাইন দেখলেই নতুন XUV700-এর কথা মনে পড়ে যাবে আপনার। নতুন স্টিয়ারিং হুইলে XUV700-এর মতো মহিন্দ্রা লোগো দেওয়া হয়েছে।

এখানে একটি বড় নতুন টাচ স্ক্রিন রয়েছে, যার পাশে এসি ভেন্ট ছাড়াও পাবেন এয়ারকন কন্ট্রোল।

ABP Ananda

নতুন Scorpio N-এ একটি ঐতিহ্যবাহী অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যার মাঝখানে একটি বিশাল ডিসপ্লে থাকবে।

ABP Ananda

XUV700 এর মতো নতুন Scorpio N-এ থাকবে লেটেস্ট প্রিমিয়াম ফিচার যেমন ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, রেয়ার ভিউ ক্যামেরা, পুশ-বাটন স্টার্ট, সানরুফ

নিরাপত্তা বৈশিষ্ট্যের তালিকায় ছয়টি এয়ারব্যাগ ও আরও অনেক কিছু নতুন পাওয়া যাবে।

গাড়ির প্ল্যাটফর্ম পরিবর্তনের অর্থ, ভিতরে যাত্রীদের জন্য আরও জায়গা ছাড়াও আরও লাগেজ রুম থাকবে।

নতুন স্করপিও এন ডিজেল ও পেট্রোল উভয় ইঞ্জিন সহ 4x4 অফার করবে। এছাড়াও স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল গিয়ারবক্স বিকল্পগুলিও থাকবে গাড়িতে।