জীবনকে সহজ সরল রাখার জন্য় পরিকল্পনা করে এগোনো একান্ত ভাবে প্রয়োজনীয়।

ভাবতে হবে অর্থসঞ্চয়ের ব্যাপারে। আয় করতে শুরু করলেই সঞ্চয়ের দিকে নজর দিন।

নিজের মধ্য়ে আত্মবিশ্বাস তৈরি করুন। নিজের যোগ্য়তা সম্পর্কে ওয়াকিবহাল থাকলে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

অন্য়রা আপনাকে নিয়ে কী ভাবছে, সেই চিন্তা থেকে মুক্ত হন। নয়তো নিজের মানসিক সুখ শান্তির প্রতি অবিচার করা হবে।

কোনও বিষয়ে খুব বেশিদিন মন খারাপ করবেন না। একান্তই সম্ভব না হলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শরীরকে রাখুন সুস্থ ও সতেজ। কারণ শরীর ভাল থাকলে অনেকাংশেই মন ভাল থাকে।

কাজের চাপ সামলে চেষ্টা করতে হবে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর। এই সুন্দর সময় আপনাকে উপহার দিতে পারে একরাশ ভাললাগা।

নেতিবাচক চিন্তা দূরে রাখার চেষ্টা করুন। অনেকসময় এই চিন্তাই ব্য়র্থতার কারণ হয়ে ওঠে।

খুব বেশিক্ষণ নয়, সারাদিনে অন্তন ৫ মিনিট ধ্যান করার চেষ্টা। সম্পূর্ণ মনোযোগ দিন নিজের শ্বাসপ্রশ্বাসের উপর।

অবসর সময় কাটান নিজের পছন্দের কাজ করে। মনোবিদরা বলছেন, এই অভ্যাস মনকে ভাল রাখতে একান্তভাবে উপকারী।