উপকরণ: সয়া মোম, সলতে, সুগন্ধি তেল, প্লাস্টিক কন্টেনার



নির্দিষ্ট মাপের কন্টেনারের দ্বিগুণ পরিমাণ মোম গলাতে হবে



কোনও নির্দিষ্ট রঙের মোমবাতি চাইলে সেই রং মেশাতে হবে



রং পেন্সিল কয়েক টুকরো করে ওই মধ্যেই দিতে হবে



খেয়াল রাখতে হবে আঁচ যেন মাঝামাঝি থাকে



বড় চামচ বা হাতা দিয়ে নাড়তে হবে মোম



মোমদানিতে সলতে রাখতে হবে



এবার ওই গরম মোম নির্দিষ্ট পাত্রে ঢালতে হবে



খেয়াল রাখতে হবে সলতে যেন সোজা থাকে



মোম ঢালার পর কন্টেনার ঘণ্টা চারেক ঘরের তাপমাত্রায় রাখতে হবে