চিকেন রোস্ট বানিয়ে নিয়ে সবাইকে অবাক করতে পারেন।
চিকেন কাবাব বানাতেও বেশি সময় লাগবে না
তবে সবার আগে বাজার থেকে নিয়ে আসুন টাটকা চিকেন
তবে ম্যারিনেট করার সময় দিতে হবে আপনাকে
যত ভাল ম্যারিনেট হবে,তত ভাল চিকেন তৈরি হবে
এরপর ওটিজি থাকলে ভাল করে বানিয়ে নিন চিকেনের রোস্ট
ঘুরতে বেরোনোর মটন দিয়েও স্পেশাল আইটেম বানাতে পারেন।
মটনের পদ বানাতে একটু সময় লাগে,কারণ গলতে সময় লাগে
তবে হাতে অনেকটা সময় থাকলে মটন কষাও বানাতে পারেন
চটজলদি বানিয়ে এবার ঘুরতে বেরিয়ে পড়ুন