দুই চির প্রতিদ্বন্দ্বী পরিবারের দুই সন্তান। পোখরাজ আর রাধিকা। ঘটনাচক্রে দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ছে। কিন্তু পরিবারের প্রতিদ্বন্দ্বীতা যেন কাজ করা তাদের মধ্যেও। একে অপরকে ক্রমাগত টক্কর দিতে থাকে তাঁরা। ঠিক এই প্রেক্ষাপটেই নতুন ধারাবাহিকের গল্প নিয়ে আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'এক্কা দোক্কা'। মুখ্যভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। প্রোমোয় টেনিস খেলার শট দেওয়ার জন্য় নাকি দীর্ঘদিন ধরে টেনিস শিখতে হয়েছিল সপ্তর্ষিকে।