ফোন ভালভাবে যাতে অনেকদিন কাজ করে সেই জন্য সঠিকভাবে যত্নের প্রয়োজন রয়েছে।

ফোন ভালভাবে যাতে অনেকদিন কাজ করে সেই জন্য সঠিকভাবে যত্নের প্রয়োজন রয়েছে।

ABP Ananda
নিয়মিত ভাবে ফোনের স্ক্রিন এবং চার্জিং পয়েন্ট পরিষ্কার করা প্রয়োজন। ধুলো জমলে ডিভাইসের ক্ষতি হবে।

নিয়মিত ভাবে ফোনের স্ক্রিন এবং চার্জিং পয়েন্ট পরিষ্কার করা প্রয়োজন। ধুলো জমলে ডিভাইসের ক্ষতি হবে।

ABP Ananda
ফোন পরিষ্কার করার সময় স্ক্রিনে নরম কাপড় বা তুলো ব্যবহার করুন। এগুলো স্পিরিট বা নেলপলিশ রিমুভারে ভিজিয়ে পরিষ্কার করুন।

ফোন পরিষ্কার করার সময় স্ক্রিনে নরম কাপড় বা তুলো ব্যবহার করুন। এগুলো স্পিরিট বা নেলপলিশ রিমুভারে ভিজিয়ে পরিষ্কার করুন।

ABP Ananda
চার্জিং সকেট পরিষ্কার করার সময় ইয়ারবাডসের মাথায় তুলো লাগিয়ে সেটা অল্প স্পিরিটে ভিজিয়ে সাফ করতে হবে ধুলো।

চার্জিং সকেট পরিষ্কার করার সময় ইয়ারবাডসের মাথায় তুলো লাগিয়ে সেটা অল্প স্পিরিটে ভিজিয়ে সাফ করতে হবে ধুলো।

ABP Ananda

স্মার্টফোন ভাল থাকার অন্যতম অর্থ হল ব্যাটারি লাইফ ভাল থাকা। অর্থাৎ ব্যাটারিতে কতক্ষণ চার্জ থাকছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়।

ABP Ananda

স্মার্টফোনের ব্যাটারি যাতে দীর্ঘদিন ভালভাবে কাজ করে তার জন্য কিছু নিয়ম মেনে চলা অতি অবশ্যই দরকার।

ABP Ananda

ফোন চার্জে বসিয়ে কথা বলা, ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা- এগুলো করা চলবে না। চার্জে বসিয়ে ফোন কোনওভাবেই ব্যবহার না করা ভাল।

ABP Ananda

ফোনের ব্যাটারি ওভার চার্জ করাও খারাপ। তাই সারাক্ষণ চার্জে ফোন বসিয়ে রাখবেন না। এর ফলে ডিভাইস দ্রুত খারাপ হতে পারে।

ABP Ananda

ফোনে যত বেশি অ্যাপ রাখবেন ডিভাইস তত বেশি ভারী হয়ে যাবে এবং ধীর গতিতে কাজ করবে। তাই প্রয়োজনীয় অ্যাপগুলো রাখাই ভাল।

ABP Ananda

যে কোম্পানির ফোন সেই সংস্থার চার্জার ব্যবহার করা ডিভাইসের জন্য ভাল। ফোনে ইয়ারফোন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকুন।

ABP Ananda