ওপেন এআই সংস্থা বরখাস্ত করেছে চ্যাট জিপিটি- র নির্মাতা স্যাম অল্টম্যানকে। এখন নতুন অন্তর্বর্তী সিইও পদে দায়িত্ব সামলাবেন মীরা মুরাতি।

জেনে নেওয়া যাক, মীরা মুরাতি সম্পর্কে বেশ কয়েকটি অজানা তথ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মীরা ছিলেন OpenAI সংস্থার চিফ টেকনোলজি অফিসার।

অ্যালবেনিয়ায় জন্মগ্রহণ করলেও মীরা মুরাতির বেড়ে ওঠা কানাডায়। ডার্টমাউথ কলেজে পড়াশোনা করেছেন তিনি।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি যে বিখ্যাত তা বুঝিয়েছিলেন কলেজে পড়ার সময়েই একটি হাইব্রিড রেসিং কার তৈরি করে।

OpenAI সংস্থায় কাজ করার আগেও একাধিক ক্ষেত্রে কাজ করে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন মীরা।

এরোস্পেস, অটোমোটিভ, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, অগমেন্টেটেড রিয়েলিটি বা এআর- এইসব মাধ্যমে কাজ করেছেন তিনি।

এরপর ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলাতে সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

প্রযুক্তির পাশাপাশি ইটালিয়ান, অ্যালবেনিয়ান এবং ইংরেজি- এই তিন ভাষাতেও সমান দক্ষ মীরা মুরাতি। OpenAI সংস্থায় তিনি যোগদান করেছিলেন ২০১৮ সালে।

লিপ মোশন নামের একটি ভার্চুয়াল রিয়েলিটি সংস্থায় কর্মরত ছিলেন মীরা। সেখানে তাঁর মূল লক্ষ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন বাস্তব জীবনে যুক্ত করা।

গতবছর অর্থাৎ ২০২২ সালে ChatGPT- র যাবতীয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল মীরা মুরাতিকে।

Thanks for Reading. UP NEXT

ডিপফেক ভিডিও? কখনও দেখেছেন? কেমন হয়?

View next story