অনেকক্ষেত্রেই দেখা যায় আমাদের হাতে একদম সময় নেই। তাড়াহুড়োয় কোথাও একটা পৌঁছোতেই হবে। এই অবস্থায় বিমান সফরের টিকিট কাটা হয়।

আর এই তাড়াহুড়োয় বিমানের টিকিট কাটতে গিয়ে আমরা অনেকসময় সমস্যায় পড়ি, আর্থিক প্রতারণার শিকার হই।

হয়তো একটু বেশি ছাড় পাওয়ার আশায় বিমানের টিকিট কাটতে গেলেন, অথচ ঘুণাক্ষরেও টের পেলেন না যে আর্থিক প্রতারণার ফাঁদের পা দিচ্ছেন।

যত বেশি অফারের হাতছানি, প্রলোভনের আড়ালে প্রতারণার ফাঁদ ততই মজবুত। তাই সতর্ক থাকা সবচেয়ে বেশি জরুরি।

বিমানে টিকিট কাটার সময় একজন ক্রেতার ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে তা ব্যবহার হয় অন্যত্র। অপরাধমূলক কাজেও ওই টাকা যুক্ত হতে পারে।

যদি দেখেন কোনও ওয়েবসাইটে একটু বেশিই কম দামে টিকিট পাওয়া যাচ্ছে তাহলে সেখানে সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। এই ফাঁদে না এগোনোই ভাল।

শেষ মুহূর্তে ক্রেতাদের তাড়াহুড়ো এবং কম সময়ের সুযোগ নেয় স্ক্যামাররা। ক্রেতারা সবটা বুঝে ওঠার আগেই প্রতারণার শিকার হয়ে যান।

অথেনটিক এয়ারলাইনস এবং ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটা উচিত। কারণ ভুয়ো ওয়েবসাইটও এত সুন্দর সাজানো থাকে যে ধোঁকা খেতে বাধ্য আপনি।

যে ওয়েবসাইট, এয়ারলাইনস, এজেন্সির মাধ্যমে টিকিট কাটতে যাচ্ছেন, তার যাবতীয় খুঁটিনাটি তথ্য ভালভাবে জেনেবুঝে নিন।

অনলাইন আর্থিক লেনদেন, নগদ বা ব্যাঙ্ক ট্রান্সফারে সতর্ক থাকা প্রয়োজন। টাকা একবার বেরিয়ে গেলে ফেরত পাওয়া মুশকিল। অতএব শর্তাবলী ভালভাবে দেখে নিন।