দীপাবলি আসছে, আলোর উৎসবের প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। এই সময়েই অনেকে সোনা কেনেন

দীপাবলি আসছে, আলোর উৎসবের প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। এই সময়েই অনেকে সোনা কেনেন

ABP Ananda
পছন্দের সোনা বা সোনার গয়না তো কিনে ফেললেন। কিন্তু সেই সোনা কি আসল? কীভাবে বুঝবেন?

পছন্দের সোনা বা সোনার গয়না তো কিনে ফেললেন। কিন্তু সেই সোনা কি আসল? কীভাবে বুঝবেন?

ABP Ananda
সোনার বিশুদ্ধতা পরখ করে দেখার জন্য হাতের কাছেই রয়েছে একটি অ্যাপ- BIS App

সোনার বিশুদ্ধতা পরখ করে দেখার জন্য হাতের কাছেই রয়েছে একটি অ্যাপ- BIS App

ABP Ananda
হলমার্ক সোনা বিশুদ্ধ বলা হয়। তবুও অনেকে বলে থাকেন যে এই হলমার্কেও প্রতারণা করা হয়। তাই এটিও পরখ করে নেওয়া হয়।

হলমার্ক সোনা বিশুদ্ধ বলা হয়। তবুও অনেকে বলে থাকেন যে এই হলমার্কেও প্রতারণা করা হয়। তাই এটিও পরখ করে নেওয়া হয়।

ABP Ananda

হলমার্কিংয়ের সময় প্রতিটি গয়নায় আলাদা আলাদা ৬ সংখ্যার HUID নম্বর দেওয়া হয়।

ABP Ananda

HUID কোড প্রতিটি গয়নার জন্য আলাদা হয়। ক্রেতারা এটির বিশুদ্ধতা পরখ করতে পারেন BIS Case App-এ

ABP Ananda

এই অ্যাপ ডাউনলোড করার পরে, নাম, ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ওটিপির মাধ্যমে কনফার্ম করে নিন।

ABP Ananda

BIS-এর সূত্র অনুযায়ী, এই অ্যাপে verify HUID অপশনে গিয়ে সোনা আসল কিনা তা পরখ করে নেওয়া যায়

ABP Ananda

'Check Licencing Details' সেকশনে যেতে হবে, যদি ISI-ব্র্যান্ডেড জিনিস হয়। হলমার্কের জন্য verify HUID অপশন।

ABP Ananda

ওখানে HUID দিলেই যাবতীয় তথ্য দেখিয়ে দেবে, গয়না প্রস্ততকারকের রেজিস্ট্রেশন মিলিয়ে সব তথ্য চলে আসবে।

ABP Ananda