যাঁরা চাকরিজীবী এবং যাঁদের EPF UAN নম্বর রয়েছে, তাঁরা সহজেই নিজেদের মোবাইল নম্বরের সঙ্গে সেটি যোগ করতে পারেন লগ্নি হিসেবে অত্যন্ত ভাল জায়গা EPF. বাধ্যতামূলক ভাবে এইখানে টাকা জমানো যায়। এর সুদের হারও ভাল বারবার চাকরি বদল করলে আলাদা আলাদা PF অ্যাকাউন্ট হয়। তাই সবকটি অ্যাকাউন্ট সামলে রাখতে সমস্যা হয়। এই সমস্যার সুবিধার জন্যই UAN বা Universal Account Number আনা হয়। UAN মেম্বার পোর্টালে যেতে হবে প্রথমে। সেখানে UAN অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর Manage সেকশনে গিয়ে Contact Details-অপশনে যেতে হবে। যদি আগে থেকে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, সেটা বদল করা যাবে। নয়তো নম্বর লিঙ্ক করা যাবে নম্বর দেওয়ার পরে ওই মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেটা পোটার্লে দিতে হবে। নম্বর লিঙ্ক হয়ে গেলে একটি মেসেজও আসবে। অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করতে হলে EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে।