চিকিৎসকের কথায়, এমনিতে কান সাফ করার কোনও দরকার পড়ে না। তাও অনেকে কান সাফ করেন। এর জন্য চাবি, দেশলাই কাঠি,সেফটিপিন ব্যবহার করেন। এতে কানে সংক্রমণের আশঙ্কা বাড়ে। কানের পর্দা খুব সংবেদনশীল। তারও ক্ষতি হতে পারে। অনেকেই তা প্রথমে বুঝতে পারেন না। কানের সমস্যা হলে টের পান। কান ভালভাবে পরিস্কার করতে একটি ইয়ারবাডই যথেষ্ট। এটি দিয়ে কানের ভিতর এক সেন্টিমিটার পর্যন্ত পরিষ্কার করাই ভাল। তার বেশি কান সাফ করতে গেলে ময়লা ভিতরে ঢুকে যায়। এতে কান বন্ধ হয়ে যায়। এছাড়াও, খাবার খাওয়ার সময় ভাল করে চিবিয়ে খেতে হবে। এতে কানের ময়লা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে। বাচ্চাদেরও তাই পরামর্শ দেওয়া হয়।