শীতে অনেকেই ঠোঁট ফাটার সমস্য়ায় ভোগেন। মাত্র কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই হবে এই সমস্য়ার সমাধান।



ঠোঁটের যত্নে বেছে নিতে হবে পুষ্টিসমৃদ্ধ লিপ বাম।



শুষ্ক ঠোঁটের জন্য সবচেয়ে ভালো শিয়া বাটার, নারকেল তেল, কোকো বাটার, হায়ালুরনিক অ্যাসিড আছে—এমন লিপ বাম।



এ ছাড়া ঠোঁটের যত্নে উপকারী হতে পারে ভ্যাসলিনও।



সপ্তাহে এক দিন এক চা চামচ করে মধু ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।



এরপর ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন। ঠোঁটের মরা চামড়া দূর হবে। ঠোঁট কোমল ও মসৃণ হবে।



অতিবেগুনি রশ্মিও ঠোঁটের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর।



তাই বাইরে বের হওয়ার আগে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করতে হবে।



এর পাশাপাশি সুন্দর ঠোঁট পেতে হলে বিরত থাকতে হবে ধূমপান থেকে।



দাঁত দিয়ে ঠোঁটের কিউটিকলস তুলে ফেলার বদঅভ্যাসও ছাড়তে হবে।