ফ্রেশার হোন বা অভিজ্ঞ। চাকরির বাজারে ভাল চাকরি পাওয়ার জন্য ২টি জিনিস ভাল করে তৈরি করা প্রয়োজন। একটি হল CV, অন্যটি কভার লেটার।
Image Source: Pexels, Pixabay
অনেক চাকরিতেই কভার লেটার লিখতে হয়। নিয়োগকারী সংস্থার প্রাথমিক বাছাইয়ের তালিকায় ঢুকতে গেলে সেটা জরুরি। সেটা কীভাবে লেখা হবে, কী কী নজরে রাখতে হবে সেগুলি।
Image Source: Pexels, Pixabay
যে চাকরির জন্য আবেদন করছেন, সেই বিষয়ে ভাল করে খোঁজ নিন। চাকরির জন্য কী কী চাওয়া হচ্ছে বুঝে নিন, সেভাবেই কভার লেটার লিখতে হবে।
Image Source: Pexels, Pixabay
নিজের নাম, কেন ওই পদে আবেদন করছেন, এই সমস্ত বিষয় ওই কভার লেটারে থাকতে হবে।
Image Source: Pexels, Pixabay
লেখা মানেই অনেক বড় লেখা হবে না। বেশি পড়ার ধৈর্য নেই নিয়োগকারীর। অল্প কথায় গুছিয়ে সব বক্তব্য লিখতে হবে।
Image Source: Pexels, Pixabay
সিভিতে যা থাকবে সেটাই লিখবেন না। নিজেকে কেন ওই পদে যোগ্য মনে করেন, কীভাবে দায়িত্ব পালন করতে পারবেন। মূলত এটাই লেখা প্রয়োজন।
Image Source: Pexels, Pixabay
নিজের অভিজ্ঞতার কথা লিখতে হবে। আগে কোনও সমস্যা কীভাবে সমাধান করেছেন, নিজের দক্ষতার প্রমাণ কীভাবে রেখেছেন, সেটা গুছিয়ে লিখুন।
Image Source: Pexels, Pixabay
কভার লেটারে যেন কোনও ধরনের ভুল তথ্য় না থাকে। কোনওরকম বানান ভুল, তথ্যগত ভুল থেকে গেলে যা চাকরিতে প্রভাব পড়বে।