পোষ্যদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকতে বাধ্য। আট থেকে আশি, সকলের ক্ষেত্রেই কমবেশি এমনটাই হয়ে থাকে।

সারাদিন প্রচুর পরিশ্রমের পর যদি পোষ্যদের সঙ্গে একটু সময় কাটানো যায়, ওদের আদর করা যায় তার জেরে মন ভাল হয়।

পোষ্যরা আপনাকে স্বার্থহীন ভাবে ভালবাসে। তাই মন খারাপ থাকলে ওদের সামনে দিব্যি খুলে বলা যায়। ভাষা না বুঝলেও ওরা আপনার সঙ্গে থাকে।

বেশিরভাগের জীবনেই কর্মক্ষেত্রে সংক্রান্ত স্ট্রেস বেশি। অফিস থেকে বাড়ি ফিরে নিয়মিত পোষ্যের সঙ্গে একটু সময় কাটাতে পারলে ভাল।

আপনার একাকীত্ব কাটাতেও সাহায্য করে এই পোষ্যরা। ওদের লোমশ গায়ে হাত বুলিয়ে একবার আদর করলেই যেন মন ভাল হয়ে যায়।

একা বেড়াতে গেলে সঙ্গে নিন পোষ্যকে। নিত্যদিনের চাপ থেকে মুক্তি পেয়ে অনেকটা ভাল সময় কাটাতে পারবেন নিঃসন্দেহে।

বাড়ির বাচ্চাদের সঙ্গেও পোষ্যদের বন্ধুত্ব হয়ে যায় খুব সহজেই। ছোটোদের দেখভাল করায় কিন্তু ওস্তাদ এই পোষ্যরা।

পোষ্যদের সঙ্গে খেলাধুলো করলে আপনিও থাকবেন চাঙ্গা। এর ফলেও কমবে আপনার মানসিক চাপ।

পোষ্যদের যত্ন করার ক্ষেত্রে, তাদের দায়িত্ব নেওয়ার নিরিখে মানুষ অনেক দায়িত্ববান হয়ে ওঠেন।

পোষ্যদের সঙ্গে সময় কাটালে যেহেতু আপনার মন ভাল থাকে, তাই এমনিতেই কমে যায় স্ট্রেস।