সময়টা ভালোই কাটছে দুই বন্ধুর। এক দিকে স্বামী জিন গুডএনাফের সঙ্গে কয়েকদিন আগে লাঞ্চডেটের ছবি দিয়েছেন প্রীতি জিন্টা। অন্য দিকে, 'বিয়ার্ডেড লুক'-এ আরও একবার তোলপাড় ফেলে দিয়েছেন হৃত্বিক রোশন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি। কখনও আবার হালকা দাড়িও রেখেছেন বলিউডের 'গ্রিক গড'। হৃত্বিকের সব অবতারেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। কিন্তু যিনি সুদর্শন, তিনি দারুণ রাঁধতেও পারেন। এটা জানেন কি? দুই ছেলেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস বেড়াতে গিয়েছেন হৃত্বিক। সেখানেই নিজের রন্ধন-কৃতিত্বের কথা বললেন। ফাঁকে বন্ধু প্রীতি জিন্টা, সোনালি বেন্দ্রের সঙ্গে পার্টিও করলেন চুটিয়ে। ছিলেন প্রাক্তন স্ত্রী সুজান খানও। বিবাহবিচ্ছেদের পর ছেলেদের সঙ্গে আরও বেশি সময় কাটান হৃত্বিক। সঙ্গে দেখা যায় প্রাক্তন স্ত্রীকেও। তবে রন্ধন-কৃতিত্বের বিষয়টি যে একেবারেই মজার, সেটাও বলেছেন বলি-তারকা