সম্প্রতি 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'এনক্রিপ্টেড'। মুখ্য ভূমিকায় পায়েল সরকার ও ঐশ্বর্য্য সেন।

সিরিজ মুক্তির পরই 'সাকসেস পার্টি'তে হাজির হন সমস্ত কলাকুশলীরা। পোজ দিলেন ক্যামেরার সামনে।

কোনও এক অজানা ডার্ক ওয়েবে অপরাধের জালেই জড়িয়ে যায় দুই বোনের জীবন। কিছু বুঝে ওঠবার আগেই জীবন থেকে হারিয়ে যায় এক বোন।

নিজের অজান্তেই সে জড়িয়ে যায় অপরাধের জালে, আর তারপর মৃত্যু। বোনের মৃত্যুর কিনারা করতে আসরে নামে অন্যজন। তারপর?

সুরের দায়িত্বে রয়েছেন অম্রাল চক্রবর্তী। কাহিনি ও পরিচালনা সৌপ্তিক সি, প্রযোজনা রণিতা দাস।

অভিনয়ে পায়েল সরকার, ঐশ্বর্য্য সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, রণিতা দাস ও অন্যান্যরা।

প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া মাদকাসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তার প্রচুর অর্থব্যয় হয়।

খুব অল্প সময়ের মধ্যেই তানিয়া আর্থিক অনটনের শিকার হয় এবং খুব সহজে টাকা আয়ের উপায় খুঁজতে থাকে।

ঠিক এই সময়ে একটি আইটি কোম্পানির 'ডার্ক ডেয়ার' নামের একটি অ্যাপ্লিকেশন তানিয়ার হাতে এসে পরে। একের পর এক অপরাধে জড়িয়ে পড়ে সে অজান্তেই।

আর অন্ধকার জগতের হাতছানির শেষ হয় তানিয়ার মৃত্যুতে।