পরিবেশ দূষণের কারণগুলির যদি একটি তালিকা করা যায়, তাহলে সেখানে সবচেয়ে বেশি বিপদের ঝুঁকি প্লাস্টিকের কারণেই। পরিবেশ বাঁচাতে বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে পদক্ষেপ করেছে একাধিক দেশ। যার মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগও। এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছর ৩ জুলাই পালিত হয় ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস। ভারতে চলতি বছরের ১ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের উপর। তবুও ভারতের বিভিন্ন শহরেই এখনও দেখা মিলছে বেআইনি প্লাস্টিকের। প্রশাসনের নজর এড়িয়ে পুরোদমে চলছে প্লাস্টিক ব্যবহার। অন্তত দুই দশক আগে থেকে এই নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য় পরামর্শ দিয়েছে পরিবেশবিদ, বিজ্ঞানীরা। ১৯৯৭ সালে একটি গবেষণায় সামনে আসে উদ্বেগজনক তথ্য। সমুদ্রে পাওয়া প্লাস্টিকজাত সামগ্রীর পরিমাণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করছে। ২০০২ সালে বিশ্বে প্রথম বাংলাদেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে বিভিন্ন দেশে এই পদক্ষেপ করা হয়েছে। প্লাস্টিক সামগ্রী প্রকৃতিতে মেশে না। অবৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করতে গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। প্লাস্টিক দূষণের কারণে প্রভাব পড়ছে বিভিন্ন প্রজাতির জীবনযাত্রায়, বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং জীববৈচিত্র্য। মাটিতেও দূষণ ছড়াচ্ছে প্লাস্টিক।