জন্মের পরেই ধরা পড়েছিল বিরল রোগটি। নাম স্কোলিওসিস। মেরুদণ্ডের গড়ন বিঘ্নিত হয়ে দৈহিক গড়ন ধাক্কা খায় এই রোগে। মানসিক জোরের কাছে হার মেনেছে সব। মেধা ও পরিশ্রম দিয়ে সব বাধা কাটিয়ে IAS হয়েছেন ইরা সিঙ্ঘল। ছোট থেকেই মেধাবী ইরা স্কুল শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়েন। তারপর MBA করেন। UPSC-তে বসার আগে একাধিক বহুজাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১০-এর পরীক্ষায় প্রথমবারেই IRS-এ সুযোগ পান তিনি, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে চাকরি তাঁকে দেওয়া হয়নি। দমে না গিয়ে CAT-এ মামলা করেন। পাশাপাশি চলতে থাকে প্রস্তুতি, কারণ স্বপ্ন IAS হওয়ার ২০১১, ২০১২ সালেও IRS-এর তালিকায়। কিন্তু ২০১৪ সালটা অন্য রকম ছিল ইরার ওই বছরেই CAT-এ জয় পান। পাশাপাশি ওই বছরেই সারা দেশে UPSC-তে প্রথম হন ইরা সিঙ্ঘল ইরা সিঙ্ঘল -প্রথম কোনও বিশেষভাবে সক্ষম নাগরিক যিনি জেনারেল ক্যাটেগরিতে UPSC-তে প্রথম হয়েছিলেন। এখন সেই ইরাই সামলে চলেছেন একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ