জন্মের পরেই ধরা পড়েছিল বিরল রোগটি। নাম স্কোলিওসিস। মেরুদণ্ডের গড়ন বিঘ্নিত হয়ে দৈহিক গড়ন ধাক্কা খায় এই রোগে।