মাথা ন্যাড়া করলে চুল গাঢ় বা ঘন হয় এমন ধারণা বহুকাল থেকে প্রচলিত

ব্রিটেনের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন প্রকাশিত রিপোর্টে বলা হয়

এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই

হেলথ লাইনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় রাসায়নিক উপাদান চুলকে হালকা করে দিতে পারে

চর্মবিদ্যার অধ্যাপক ড. লরেন্স জিবসনের কথায়, চুল কামানোর পর প্রথম দিকে কিছু কারণে ঘন বলে মনে হলেও

মানুষের চুলের ঘনত্ব নির্ধারিত হয় তার জেনেটিক বৈশিষ্ট্যের দ্বারা মাথা ন্যাড়ার মধ্য দিয়ে এই জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন সম্ভব না

এক গবেষণায় দেখা গেছে, মাথা ন্যাড়া করায় চুলের ঘনত্ব বাড়ে তবে সেটি সাময়িক

ঘন ঘন মাথা ন্যাড়া করার ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে