বলিউডে ডেবিউ করছেন খুশি কপূর, সুহানা খান। জোয়া আখতারের পরবর্তী ছবি 'দ্য আর্চিস'-এর অংশ তাঁরা। ছবিতে ভেরোনিকার চরিত্রে রয়েছেন সুহানা। সম্প্রতি সেই লুকে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী। অন্যদিকে জাহ্নবী কপূরের বোন খুশি ছবিতে বেটির চরিত্রে রয়েছেন। ছবিতে ডেবিউ করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। আপাতত ছবির শ্যুটিং চলছে উটিতে। এছাড়া মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্ডা রয়েছেন ছবিতে। আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। যদিও মুক্তির দিন এখনও প্রকাশ করা হয়নি।