Image Source: Pexels, Pixabay

কোনও ব্যক্তি ঠিকমতো ঋণ মেটান কি না, তা তাঁর ক্রেডিট স্কোরের মাধ্যমেই জানা যায়।

Image Source: Pexels, Pixabay

লোন দেওয়ার সময় Credit Score-ই প্রথমে দেখে ব্যাঙ্ক, ঋণদাতা সংস্থা।

Image Source: Pexels, Pixabay

তাই প্রথম থেকেই এর দিকে নজর দিতে হয়। কী কী খেয়াল রাখা উচিত?

Image Source: Pexels, Pixabay

যে কোনও লোনের ক্ষেত্রেই EMI সময়মতো দিতে হবে, অনেকদিন ফেলে রাখা যাবে না

Image Source: Pexels, Pixabay

EMI সময়মতো না দিলে ধাক্কা খাবে ক্রেডিট স্কোর

Image Source: Pexels, Pixabay

একই নিয়ম খাটে ক্রেডিট কার্ডের বিল মেটানোর ক্ষেত্রেও

Image Source: Pexels, Pixabay

ক্রেডিট কার্ডের বিল ঠিক সময়ে না দিলে নেমে যায় Credit Score

Image Source: Pexels, Pixabay

বারবার ক্রেডিট কার্ডের পুরো সীমা ব্যবহার করলেও ধাক্কা খেতে পারে ক্রেডিট স্কোর

Image Source: Pexels, Pixabay

সাধারণত Credit Utilization Ratio ৩০ শতাংশের বেশি হলেই তাকে Sign of Debt বলে সংস্থাগুলি

Image Source: Pexels, Pixabay

ক্রেডিট স্কোর ভাল থাকলে প্রয়োজনের সময় সহজেই মিলবে লোন।

Thanks for Reading. UP NEXT

অনলাইনে আয়ের সুযোগ, কীভাবে?

View next story