কোনও ব্যক্তি ঠিকমতো ঋণ মেটান কি না, তা তাঁর ক্রেডিট স্কোরের মাধ্যমেই জানা যায়। লোন দেওয়ার সময় Credit Score-ই প্রথমে দেখে ব্যাঙ্ক, ঋণদাতা সংস্থা। তাই প্রথম থেকেই এর দিকে নজর দিতে হয়। কী কী খেয়াল রাখা উচিত? যে কোনও লোনের ক্ষেত্রেই EMI সময়মতো দিতে হবে, অনেকদিন ফেলে রাখা যাবে না EMI সময়মতো না দিলে ধাক্কা খাবে ক্রেডিট স্কোর একই নিয়ম খাটে ক্রেডিট কার্ডের বিল মেটানোর ক্ষেত্রেও ক্রেডিট কার্ডের বিল ঠিক সময়ে না দিলে নেমে যায় Credit Score বারবার ক্রেডিট কার্ডের পুরো সীমা ব্যবহার করলেও ধাক্কা খেতে পারে ক্রেডিট স্কোর সাধারণত Credit Utilization Ratio ৩০ শতাংশের বেশি হলেই তাকে Sign of Debt বলে সংস্থাগুলি ক্রেডিট স্কোর ভাল থাকলে প্রয়োজনের সময় সহজেই মিলবে লোন।