Image Source: Pexels, Pixabay

বাঁধাধরা চাকরি আর ভাল লাগছে না। এদিকে নিয়মিত রোজগারও প্রয়োজন। তাহলে উপায় কী?

Image Source: Pexels, Pixabay

ইন্টারনেটের যুগে সবই সম্ভব। চাই ঠিক খোঁজ এবং ঠিক পেশা বেছে নেওয়া।

Image Source: Pexels, Pixabay

ফ্রিল্যান্সিং: চাহিদা ক্রমশ বাড়ছে, অনলাইনে একাধিক সাইটের মাধ্যমে কাজের সুযোগ, তার আগে জানাতে হবে নিজের দক্ষতা।

Image Source: Pexels, Pixabay

ব্লগিং: লিখতে ভালবাসেন? ব্লগিং আপনার জায়গা। নিজের ব্লগ তৈরি করে পছন্দ মতো লিখতে পারেন, জনপ্রিয় হলে মিলবে অর্থও

Image Source: Pexels, Pixabay

ভার্চুয়াল টিউটর: অনলাইনে ক্লাসের সুযোগ বাড়ছে, প্রয়োজন শিক্ষকেরও। বিভিন্ন সংস্থা বিশ্বজুড়ে অনলাইন টিউটর নেয়।

Image Source: Pexels, Pixabay

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার: সোশ্যাল মিডিয়ায় যদি আপনার প্রচুর ফলোয়ার থাকে তাহলে ব্র্যান্ড এনডোর্সমেন্ট করে রোজগার হতে পারে।

Image Source: Pexels, Pixabay

ট্রান্সলেশন বা অনুবাদ: বিপুল সংখ্যক কাজ রয়েছে। দিন দিন এর চাহিদা বাড়ছে।

Image Source: Pexels, Pixabay

বই থেকে সাব টাইটেল- অনুবাদের জন্য অনলাইনে একাধিক সুযোগ মেলে।

Image Source: Pexels, Pixabay

ট্রাভেল এজেন্ট: ইদানিং অনলাইনে ট্রাভেল এজেন্টের কাজ করছেন অনেকে। ঘোরার প্ল্যানও করে দেন এরা।

Image Source: Pexels, Pixabay

অনলাইনে হোটেল-গাড়ি-সহ সব বুকিং করে সাজিয়ে দেওয়া হয় ক্লায়েন্টের হাতে।

Thanks for Reading. UP NEXT

আধার কার্ডে ছবি বদলান এই সহজ উপায়ে

View next story