গোড়া থেকেই বর্ণময় জীবন, রাজনীতিতে রং ছড়ানো হল না মধ্যরাতে ক্ষমতাচ্যূত ইমরান, রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত অথচ এমন শেষ কাম্য ছিল না, নয়া পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন ক্রিকেটের হার্টথ্রব থেকে রাজনীতিতে এসে সাড়া ফেলেন নওয়াজ শরিফের প্রস্তাব ফেরান, পারভেজ মুশারফকেও ফেরান তেহরিক-ই-ইনসাফ গঠন করেন, প্রথম নির্বাচন ১৯৯৭ সালে প্রথম বার দুই কেন্দ্রে হারেন, পরে জয়লাভ করে অ্যাসেম্বলিতে মুশারফের দ্বিচারিতায় আন্দোলন, গৃহবন্দি হয়ে কৌশলে পলায়ন মুশারফ সরকারে জেল খাটেন, ২০১১-য় মূলস্রোতের রাজনীতিতে ফেরা মার্কিন ড্রোন হামলায় সরব, নয়া পাকিস্তান গড়ার ডাক তালিবানের সঙ্গে আলোচনার প্রস্তাব, ২০১৩-য় দ্বিতীয় দেশে দ্বিতীয় হয় দল ভোট কারচুপির অভিযোগে সরব, ২০১৪-য় নওয়াজের বিরুদ্ধে আন্দোলন নওয়াজের বাড়িতে বিক্ষোভে সামিল, হিংসায় মৃত্যু ৩ জনের, আহত ৪০০ ২০১৮-য় ফের ভোটে দাঁড়ান, জোট সরকারের প্রধানমন্ত্রী হন পাঁচ কেন্দ্র থেকে জেতেন ইমরান, দেশের ইতিহাসে নজিরবিহীন ২০২১-এ গণ বিক্ষোভ দেশে, ১০ এপ্রিল মধ্যরাতে অপসারিত