Image Source: Pexels

গলা ব্যথা বা হাল্কা কাশিতে হলুদ আর নুন মেশানো গরম জল দিয়ে গার্গল করলে উপকার পাবেন।

Image Source: Pexels

আদার গুঁড়ো গরম জলে মিশিয়েও খেতে পারেন।

Image Source: Pexels

গলায় ব্যথা, খুশখুশে কাশির মোক্ষম দাওয়াই হাল্কা গরম জল। নিয়ম করে গার্গল করুন।

Image Source: Pexels

আদা-চা খেলেও উপকার হয়। সহজেই গলা ব্যথা কমবে এবং আরাম পাবেন।

Image Source: Pexels

লেবু এবং মধু মেশানো চা খেলে গলা ব্যথা এবং শুকনো কাশিতে আরাম পাওয়া যায়।

Image Source: Pixabay

আমলকির রস খেলেও খুশখুশে কাশির সমস্যা দূর হয়।

Image Source: Pexels

গরম জলে লেবু, মধু মিশিয়ে খেতে পারেন। এই পানীয়ে রয়েছে হাজার গুণ।

Image Source: Pexels

দারচিনির গুঁড়ো মেশানো হাল্কা গরম পানীয় খেলেও গলা ব্যথা এবং খুশখুশে কাশির ক্ষেত্রে উপকার পাবেন।

Image Source: Pexels

কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেলেও শুকনো কাশি কমে যায় খুব সহজে।

Image Source: Pexels

হাল্কা গরম জলে মধু এবং গোলমরিচ মিশিয়ে খেলেও আরাম পাবেন গলা ব্যথায়।