অপেক্ষার অবসান। বাজারে এল মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা। লঞ্চের আগেই এই গাড়িটির ৫৫ হাজারেরও বেশি ক্রেতা বুক করেছেন।

গ্র্যান্ড ভিটারাতে রয়েছে এই বিভাগের সেরা বৈশিষ্ট্য। এই গাড়িতে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটিং এর পাশাপাশি প্যানোরামিক সানরুফ পাবেন।

এতে পাবেন HUD, 360 ডিগ্রি পার্কিং ক্যামেরা, 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, 6 টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ-কন্ট্রোল, পাওয়ার উইন্ডোজ।

এই গাড়িটি এখনও পর্যন্ত মারুতির সেরা দেখতে এসইউভির মধ্যে পড়ে । সাম্প্রতিক এই এসইউভি কিছুটা টয়োটা হাইরাইডারের মতো।

এই গাড়িটিকে বিশেষ দেখাতে বডি ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, বিলাসবহুল ১৭ ইঞ্চির অ্যালয়-হুইলগুলিও এর চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই গাড়িতে, ব্যাটারি পাওয়ার প্যাকের সঙ্গে ১৫ লিটারের পেট্রল-ইঞ্জিনের পরিবর্তে অ্যাটকিনসন সাইকেল মোটর ব্যবহার করা হয়েছে।

যা সর্বোচ্চ 114bhp শক্তি ও 122NM পিক-টর্ক তৈরি করবে। অন্যদিকে, ১৫ লিটারের NA ইঞ্জিন যা 101 bhp শক্তি ও 136Nm পিক-টর্ক উৎপন্ন করে।

মারুতি গ্র্যান্ড ভিতারার এগারোটি মডেল হালকা ভেরিয়েন্টে এবং শক্তিশালী হাইব্রিড চারটি ভেরিয়েন্টে আনা হয়েছে।

কোম্পানি 10.45 লক্ষ টাকা এক্স-শোরুম থেকে হালকা ভেরিয়েন্টের দাম শুরু করেছে এবং এর টপ ভেরিয়েন্টের দাম 17.05 লক্ষ টাকা এক্স-শোরুম রেখেছে,

মারুতি সুজুকির এই গাড়িটি সরাসরি হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস, এমজি হেক্টর, মাহিন্দ্রা XUV700, ভক্সওয়াগেন টিগুয়ান, স্কোডা কুশাকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

Thanks for Reading. UP NEXT

ভলভো আনল মাইল্ড হাইব্রিড এসইউভি, দাম কত জানেন ?

View next story