ভারতের বাজারে গ্রাহকদের আরও বৈশিষ্ট্যসম্পন্ন গাড়ি দিতে নতুন Volvo XC40 কমপ্যাক্ট লাক্সারি কার নিয়ে এল ভলভো।

নতুন এই উন্নত সংস্করণের দাম ৪৫.৯০ লক্ষ টাকা এক্স-শোরুম রাখা হয়েছে। উৎসবের মরসুমে গাড়িটির দাম ৪৩.২ লক্ষ টাকা রেখেছে কোম্পানি।

তবে এই দাম কেবল সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে, দেশে বিলাসবহুল গাড়ির বাজারে অনন্য কিছু বৈশিষ্ট্য দেবে এই কোম্পানি।

XC40 রিচার্জ হল XC40-এর সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ। যেখানে পেট্রল XC40 এখন অন্যান্য আপডেটের সঙ্গে EV সংস্করণে দেখতে পাবেন।

এই গাড়ির সবচেয়ে বড় হাইলাইটগুলির মধ্যে একটি হল হালকা হাইব্রিড প্রযুক্তি। যাতে একটি ২.০ লিটার পেট্রল ইঞ্জিন যুক্ত করা হয়েছে৷

এই নতুন গাড়ি আপনাকে ১৯৭ বিএইচপি শক্তি জোগাবে। নতুন XC40 আগের XC40 পেট্রলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। XC40 হালকা হাইব্রিড একটি ৪৮ ভোল্ট ব্যাটারির মাধ্যমে চলে।

একটি আপডেটেড ফ্রন্ট বাম্পার ডিজাইন, নতুন হেডল্যাম্প ও অন্যান্য নতুন আপডেট সহ গাড়ি বাইরে থেকে আরও নতুন দেখাচ্ছে।

ভিতরে নতুন XC40-তে একটি নতুন ১২.৩ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে, একটি ক্রিস্টাল গিয়ার নব দিয়েছে কোম্পানি।

এই গাড়িতে বৈশিষ্ট্যের তালিকায় গুগল পরিষেবাগুলির সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি হারমান কর্ডন ১৪ স্পিকারের অডিও সিস্টেম রয়েছে।

এ ছাড়াও ভলভো কার অ্যাপ, ADAS বৈশিষ্ট্য, পিএম ২.৫ সেন্সর সহ এয়ার ক্লিনার, পার্কিং সহায়তা ও আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে গাড়িতে।

Thanks for Reading. UP NEXT

রয়্যাল এনফিল্ড আনছে নতুন বুলেট ৩৫০, নতুন কী বাইকে

View next story