Image Source: Pexels, Pixabay

কেউ অসুস্থ, বা কারও হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় হুইলচেয়ারেই ভরসা করতে হয়।

Image Source: Pexels, Pixabay

সেক্ষেত্রে দূরে কোথাও যাতায়াতের জন্য মূলত বিমান পরিবহণ সুবিধাজনক।

Image Source: Pexels, Pixabay

হুইলচেয়ার ব্য়বহারকারীদের অনেকসময় বিমানবন্দরে নানা অসুবিধা হয়। কিছু পদক্ষেপে সেই সমস্যা এড়ানো যায়।

Image Source: Pexels, Pixabay

টিকিট কাটার সময়েই হুইলচেয়ার ব্যবহারের কথা জানানো যায় বিমান সংস্থাকে

Image Source: Pexels, Pixabay

নিজের হুইলচেয়ার হলে তা বিমানসংস্থাকে জানিয়ে রাখলে পরে সমস্য়া হবে না।

Image Source: Pexels, Pixabay

বিমান সংস্থার হুইলচেয়ার প্রয়োজন হলে টিকিট কাটার সময়েই সেটা বুক করে রাখা ভাল।

Image Source: Pexels, Pixabay

অনেকসময় হুইলচেয়ার ব্য়বহারকারীদের সবার শেষে বিমান থেকে নামানো হয়, কানেক্টিং ফ্লাইট হলে হাতে সময় রাখা উচিত।

Image Source: Pexels, Pixabay

হুইলচেয়ারে কোনও সমস্যা হতে পারে ভেবে আগে থেকেই স্পেয়ার পার্টস, টেপ-প্রভৃতি সঙ্গে রাখা উচিত

Image Source: Pexels, Pixabay

বাল্কহেড সিট-এর জন্য আবেদন করুন, ইকোনমি ক্লাসের একেবারে সামনের সারির আসন এটি, এর সামনে কোনও আসন থাকে না।

Image Source: Pexels, Pixabay

এই সিট পেলে পা রাখার জায়গা অনেকটাই বেশি পাওয়া যায়, আরামদায়ক হয়।