2 বছরে পা দিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান।

মা শুভশ্রীর খেলার সঙ্গী ইউভান, তাঁকে নিয়ে হামেশাই ছুটি কাটাতে বেরিয়ে পড়েন রাজ ও শুভশ্রী।

বাড়ির পুজো থেকে শুরু করে বিদেশে ছুটি কাটানো, ইউভানকে নিয়েই সবরকম আনন্দ করতে ভালোবাসেন রাজ শুভশ্রী।

মা হওয়ার পরেই একের পর এক ছবি মুক্তি পেয়েছে শুভশ্রীর, নায়িকা কাজও করছেন চুটিয়ে।

বিজয়ার ছবি, সিঁদুরে মাখামাখি রাজ শুভশ্রী ও ইউভান। তখন ইউভান সদ্য পুরী থেকে ফিরেছে। মাথার চুল দিয়ে এসেছিল ইউভান।

আজ সোশ্যাল মিডিয়ায় ইউভানের সঙ্গে ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, মা হওয়া তাঁর জীবনের সবচেয়ে সুখের দিন।

ইউভানের এই ছবি দেখে অনেকেরই প্রশ্ন, রাজপুত্রের মাথায় সেই কোঁকড়ানো চুলের ঢল কোথায়

ইউভান এখন স্কুলেও যাচ্ছে, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে শুভশ্রীর একরত্তি।

সোশ্যাল মিডিয়া জুড়ে ইউভানের অনেক অনুরাগীও রয়েছে। রাজ পুত্রের বিশেষ দিনে তাঁরা শুভেচ্ছাও জানিয়েছেন।

শুভশ্রী জানিয়েছেন, তাঁর ছবির গানের ছন্দে নাকি পা মেলাতে ভালোবাসেন ইউভান।