একাধিক গুণে সমৃদ্ধ জামের উপকারিতা অনেক


হিমোগ্লোবিন কাউন্ট বাড়ায় এই ফল



ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্ত শুদ্ধ করতে পারে জাম। বাড়ে হিমোগ্লোবিনের পরিমাণ



হার্টের স্বাস্থ্য ভাল রাখে জাম



জামে অ্যান্টি-অক্সিডেন্ট ও পটাশিয়ামের মত খনিজ রয়েছে। যা হার্টের সাস্থ্য ভাল রাখে



ওজন ঝরাতে সাহায্য করে জাম



এই ফলে কম মাত্রায় ক্যালোরি ও উচ্চমাত্রায় ফাইবার থাকে। যা ওজন ঝরাতে সাহায্য করবে



ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ জাম। ফলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে



ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে



কম মাত্রায় ক্যালোরি ছাড়াও, জামে রয়েছে পলিফেলোনিক। ফলে, এই ফল রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে