আসছে নতুন ছবি 'ড্রিম গার্ল ২'। প্রচারে একরকম স্বপ্নের নায়িকার মতোই সাজলেন অনন্যা পাণ্ডে। ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা। আসন্ন ছবির প্রচারে সোমবার বাণিজ্যনগরীর আনাচ-কানাচে দেখা গেল তাঁকে। সম্পূর্ণ কালো মিনি লেংথ ড্রেসে সেজেছিলেন অভিনেত্রী। প্রচারের ফটোশ্যুট চলাকালীন নিজেই কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, '#DreamGirl2 promotions...ট্রেলার বেরোচ্ছে আগামীকাল।' কালো, অফ-শোল্ডার মিনি লেংথ ড্রেসে অনন্য লাগছিল অভিনেত্রীকে। জুতো হিসেবে বেছে নিয়েছিলেন কালো পাম্পস। হাতে একটি আংটি। কানে ছিল গোলাপি আভা ছড়ানো দুল। অলংঙ্কার একেবারে কম থাকলেও মেক আপে নাটকীয়তা রেখেছিলেন অনন্যা। চোখে ব্ল্যাক উইংগড আইলাইনার, ঠোঁটে ফুশিয়া পিঙ্ক রংয়ের লিপস্টিক-সহ একেবারে মানানসই সাজগোজ। সব মিলিয়ে অনন্য ছিলেন অনন্যা।