৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল অ্যাপেলের ইভেন্ট Far Out। চলতি বছর অ্যাপেল কর্তৃপক্ষ তাদের ইভেন্টে একাধিক গ্যাজেট লঞ্চ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ। মোট চারটি মডেল লঞ্চ হয়েছে। এর সঙ্গে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজ। অ্যাপেল ওয়াচ SE- সেকেন্ড জেনারেশনও লঞ্চ হয়েছে এই ইভেন্টে। অ্যাপেল ওয়াচ আলট্রাও লঞ্চ হয়েছে এই দুই অ্যাপেল ওয়াচের সঙ্গে। নতুন আইফোন এবং অ্যাপেল ওয়াচের সঙ্গে লঞ্চ হয়েছে নতুন এয়ারপডসও। এয়ারপডস প্রো ২- সেকেন্ড জেনারেশনের এয়ারপডস লঞ্চ হয়েছে অ্যাপেলের ইভেন্টে। আগের তুলনায় নতুন এয়ারপডসে অনেক আধুনিক ফিচার যুক্ত করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। সম্ভবত ভারতের বাজারে অ্যাপেলের এইসব গ্যাজেট উপলব্ধ হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে।