Image Source: Pexels

৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল অ্যাপেলের ইভেন্ট Far Out।

Image Source: Pexels

চলতি বছর অ্যাপেল কর্তৃপক্ষ তাদের ইভেন্টে একাধিক গ্যাজেট লঞ্চ করেছে।

Image Source: Pexels

দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ। মোট চারটি মডেল লঞ্চ হয়েছে।

Image Source: Pexels

এর সঙ্গে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজ।

Image Source: Pexels

অ্যাপেল ওয়াচ SE- সেকেন্ড জেনারেশনও লঞ্চ হয়েছে এই ইভেন্টে।

Image Source: Pexels

অ্যাপেল ওয়াচ আলট্রাও লঞ্চ হয়েছে এই দুই অ্যাপেল ওয়াচের সঙ্গে।

Image Source: Pexels

নতুন আইফোন এবং অ্যাপেল ওয়াচের সঙ্গে লঞ্চ হয়েছে নতুন এয়ারপডসও।

Image Source: Pexels

এয়ারপডস প্রো ২- সেকেন্ড জেনারেশনের এয়ারপডস লঞ্চ হয়েছে অ্যাপেলের ইভেন্টে।

Image Source: Pexels

আগের তুলনায় নতুন এয়ারপডসে অনেক আধুনিক ফিচার যুক্ত করেছে অ্যাপেল কর্তৃপক্ষ।

Image Source: Pexels

সম্ভবত ভারতের বাজারে অ্যাপেলের এইসব গ্যাজেট উপলব্ধ হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে।